All about Conditional Sentences || Example of Conditional Sentences

0
conditional sentences aratinews

Conditional Sentences plays a great important role in Speaking English and in various kinds Examination. So you should learn Conditional Sentences broadly and properly. If you read and practice this article you can easily understand all about Conditional Sentences. Because all things about Conditional Sentences are described in this article.

 Conditional Sentences ইংরেজিতে কথা বলা এবং বিভিন্ন ধরণের পরীক্ষায় একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আপনার Conditional Sentences  বিস্তৃতভাবে এবং সঠিকভাবে শিখতে হবে। আপনি যদি এই নিবন্ধটি (article or post) পড়েন এবং অনুশীলন করেন তবে আপনি Conditional Sentence সম্পর্কে সহজেই বুঝতে পারবেন। কারণ Conditional Sentences সম্পর্কে সমস্ত বিষয় এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে সহজ ভাবে । এবং Mixed Conditional Sentence ও আলোচনা করা হয়েছে।

মূলত Conditional Sentence চার প্রকার –

  1. Zero Conditional Sentence; (Real – বাস্তব ;যেগুলো সচরাচর ঘটে থাকে )

2 .First Conditional Sentence; (Possible – সম্ভাবনা ;যেগুলো ঘটার সম্ভাবনা থাকে)

3 .Second Conditional Sentence;(Unreal or Impossible or Hypothetical -অবাস্তব বা অসম্ভব বা কাল্পনিক;যেগুলো আমরা কাল্পনিক ক্ষেত্রে ব্যবহার করি )

4 .Third Conditional Sentence;((Unreal or Impossible or Hypothetical – অবাস্তব বা অসম্ভব বা কাল্পনিক;যেগুলো আমরা কাল্পনিক ক্ষেত্রে ব্যবহার করি)

Zero Conditional Sentence

Structure: If + Subject + verb (present form ) + বাকী অংশ , Subject + verb(present form) + বাকী অংশ

Example :

  1. If it rains, the ground gets wet.
   বৃষ্টি হলে মাটি ভিজে যায়।
   
   Ground = মাটি ; Get wet = ভিজা

2. If you don’t water the plants, they die.

আপনি যদি গাছে জল না দেন তবে সেগুলি মারা যায়।

3. If you heat water to 100 degrees Celsius, it boils.

আপনি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে জল গরম করেন তবে এটি ফুটে  (টগবগ করে ফোটা)

4. If you add salt to ice, it melts faster.

আপনি যদি বরফে লবণ যোগ করেন তবে এটি দ্রুত গলে যায়।

5. If you mix red and yellow, you get orange.

আপনি যদি লাল এবং হলুদ মিশ্রিত করেন তবে আপনি কমলা পাবেন।

উপরের উদাহরণগুলো থেকে দেখা যায় যে ,

উপরের সব বাক্যগুলো চিরন্তনসত্য বা সাধারন ঘটনাবলির ।অর্থাৎ চিরন্তন সত্য এবং সাধারন ঘটনাবলি বলার সময় আমরা Zero Conditional Sentence অর্থাৎ যার কোনো Condition নেই তা ব্যবহার করি । নিচে আরো কয়েকটি উদাহরণ দেয়া হয়েছে —-

  1. If you eat too much junk food, you feel sick.
  2. If you study hard, you get good grades.
  3. If you exercise regularly, you feel better.
  4. If I wake up early, I have more time to get ready.
  5. If you leave your phone on all night, the battery drains faster.

First Conditional Sentence

Structure: If +Subject + verb এর Present form + বাকী অংশ, Subject + will/can/ could/may/might + verb এর Present form + বাকি অংশ

আমরা First Conditional Sentence ব্যবহার করি Future এর Possible Condition এবং Future এর Possible Result এর ক্ষেত্রে । অর্থাৎ কোনো একটা কিছু হলে আরেকটা কিছু হওয়ার সম্ভাবনা ।

Example:

  1. If we don’t leave soon, we will miss our train
আমরা যদি শীঘ্রই (বাড়ি বা ঘড় বা বাসা) না ছাড়ি, আমরা আমাদের ট্রেন মিস করতে পারি

2 . If I am late for work again , I might lose my job

যদি আমি আবার কাজের জন্য দেরি করি, আমি আমার চাকরি হারাতে পারি

3 . If you invite me ,I will go in your marriage ceremony

তুমি আমাকে দাওয়াত দিলে ,আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যেতে পারি

Second Conditional Sentence

Structure : If + Subject + past form + বাকী অংশ, ‍Subject + Would/Could/Should/Might +Present Form of Verb +বাকী অংশ

আমরা ‍Second Conditional Sentence ব্যবহার করি ভবিষ্যতে কোনো কিছু সম্ভব হবে না অর্থাৎ অসম্ভব
এবং কাল্পনিক এরুপ ঘটনার ব্যপারে বলতে ,

Example :

If I won the lottery, I would buy a new house. ( I probably won’t win the lottery)

আমি লটারি জিতলে, আমি একটি নতুন বাড়ি কিনব।

If I had more time, I would learn a new language.

আমার যদি আরও সময় থাকতো, আমি একটি নতুন ভাষা শিখতাম।

If I had his number, I would call him. (I don’t have his number now, so it’s impossible for me to call him).

আমার কাছে তার নম্বর থাকলে আমি তাকে কল করতাম    (আমার কাছে এখন তার নম্বর নেই, তাই তাকে কল করা আমার পক্ষে অসম্ভব)

If I were you ,I would go there

আমি যদি তুমি হতাম, আমি সেখানে যেতাম

Third Conditional Sentence

Structure : Subject + Past perfect ,Subject + would/could/should + Past participle + বাকী অংশ ।

The third conditional sentence is used to talk about hypothetical situations in the past that did not happen. It is formed by using the past perfect tense in the if-clause and the conditional perfect tense (would have + past participle) in the main clause.

এটি অতীত সম্পর্কে বলে। . Third Conditional Sentence অতীতের সম্পর্কে বলে । এটা অতীতের ঘটনা সম্পর্কে বলে যেটা অতীতে হয়নি বা ঘটেনি এবং কল্পনা করা হয় ঐ ঘটনার result বা ফলাফল সম্পর্কে

It talks about the past. It’s used to describe a situation that didn’t happen, and to imagine the result of this situation. (Source : https://oxfordlanguageclub.com/page/blog/english-grammar-conditionals )

Example :

If she had studied, she would have passed the exam (but, really we know she didn’t study and so she didn’t pass).

পড়ালেখা করলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতো ( কিন্তু, সত্যিই আমরা জানি সে পড়াশোনা করেনি এবং তাই সে পাসও করেনি )

If I hadn’t eaten so much, I wouldn’t have felt sick (but I did eat a lot, and so I did feel sick).

এত কিছু না খেলে আমি অসুস্থ বোধ করতাম না ( কিন্তু আমি অনেক খেয়েছি, এবং তাই আমি অসুস্থ বোধ করেছি )

If we had taken a taxi, we wouldn’t have missed the plane.

She wouldn’t have been tired if she had gone to bed earlier.

If I had known it was going to rain, I would have brought my umbrella.

If we had arrived on time, we would have caught the train.

If she had studied abroad, she would have learned a new language.

How can you learn speaking English easily

Use of would like to

Would like to example

All about have to ,has to and had to

What is voice and when to use voice??

How to learn Tense easily with example

How can you learn present perfect tense easily

How to learn voice change with example

Some important things about English which help you in speaking English so much

All about conditional sentences

All about Next to

Example of Next to

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *